রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম বিতর্ক সংগঠন গ্রুপ অফ লিবারেল ডিবেটারস বাংলাদেশর  (গোল্ড বাংলাদেশ) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হবে আগামী ৬ ডিসেম্বর শুক্রবার। ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২৪ টি দলের ৭২ জন প্রতিযোগীর অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ৭ ডিসেম্বর  শনিবার।
আজ বুধবার বিকেলে  বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গোল বাংলাদেশের প্রধান সমন্বয়ক এজাজ আহমেদ।
শুক্রবার সকাল ৯ টায় উৎসবের উদ্বোধন করবেন রাবি উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর অামন্ত্রিত অতিথি,  বিতার্কিকদের অংশগ্রহণে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে৷
উৎসবের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা সংলগ্ন মুক্তমঞ্চে  সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।
উল্লেখ্য, গোল্ড বাংলাদেশ ২০০৫ সালে যাত্রা শুরুর পর ৫ম বারের মতো জাতীয় এই বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছে৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.