রানীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও- ৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও প্রেসক্লাব সাবেক আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও সভায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য দেন- সাংস্কৃতিক সংগঠক প্রভাষক প্রশান্ত বসাক,তথ্য ও পরিসংখ্যান কর্মকর্তা হালিমা বেগম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, এস আই মমিনুল ইসলাম ও সমাজসেবক আব্দুল খালেক।
বক্তার তাদের বক্তব্যে বেগম রোকেয়াকে ‘নারী জাগরণের অগ্রদূত” হিসেবে উল্লেখ করে নারীদের অগ্রগতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে সফলতা অর্জনের জন্য ৫ জনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তারা হলেন- উপজেলা পর্যায়ে নিতানি পাহান, আমেনা বেগম ও পিরিনা মারডি এবং জেলা পর্য়ায়ে সুজতি টুডু ও ফুলমতি পাহান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.