রাণীশংকৈলে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪ টায় পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।
থানা সূত্রে জানাযায়, উপজেলার ধর্মগড় ইউনিয়নের অন্তর্গত চেংমারী (ভাউলবস্তি) গ্রামের পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার ছোট ব্রিজের উপর একটি চটের বস্তার ভিতর ১৪০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা এস আই খাজিমউদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মাদক ব্যবসায়ী পুলিশ দেখে পালিয়ে যায়। কিন্তু ফেন্সিডিল গুলো নিয়ে পালাতে পারেনি। এগুলো থানায় জব্দ করা হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.