রাণীশংকৈলে মোটরসাইকেল রাজ্জাক চোর গ্রেপ্তার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার উত্তর ভান্ডারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল রাজ্জাককে গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।
থানা সূত্রে জানা যায়, আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদক মামলায় ওয়ারেন্ট আসামী হিসেবে রাজ্জাককে  তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, ‘রাজ্জাক দীর্ঘদিন পলাতক থাকায়  আমরা তাকে খুঁজছিলাম। সে মোটরসাইকেল চোর চক্রের প্রধান। আজ তাকে গ্রেফতার করা হয়েছে’।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.