রাজশাহীতে প্রাণ কোম্পানীর জবর দখল : কৃষকের জমি ফিরিয়ে দেয়ার দাবী


নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রাণ কোম্পানী কর্তৃক কৃষক মো. মখলেশের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদ ও দখলকৃত জমি ফিরিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবী জানানো হয়।

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জেলার গোদাগাড়ীতে প্রাণ কোম্পানী সাধারণ কৃষকের জমি দখলে নিতে পুলিশ দিয়ে নির্যাতন চালিয়েছে এবং অবৈধভাবে কাটা তারের বেড়া দিয়ে জমি ঘিরে রেখেছে। ফসল ফলাতে না পারায় করোনাকালীন সংকটে অর্ধাহারে দিনাতিপাত করছে কৃষক পরিবার।

এছাড়া দফায় দফায় ওই কৃষকের ওপর হামলাও চালানো হয়েছে। অনতিবিলম্বে জমি ফিরিয়ে দিতে হবে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলে কাটা তারের বেড়া অপসারণ করে জনগণই জমি উদ্ধার করবে। বক্তারা আরো বলেন, প্রশাসন-আমলাদের ওপর ভর করে রাজনীতি হয় না।

জনগণকে সঙ্গে নিয়ে জনগণের ওপরই ভর করে রাজনীতি করতে হয়। রাজনীতিবিদরা জনগণের দাবী-দাওয়া পূরণে সোচ্চার নেই। কৃষকের জমি কৃষকেরই থাকবে। তবে রাজনীতিবিদরা সহযোগিতা না করলেও জনগণকে সঙ্গে নিয়ে দখলকৃত জমি ফিরিয়ে আনা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.