রাণীশংকৈলে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা ও ড্রাগ লাইন্সেস না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ রবিবার (১১ এপ্রিল) রাতে বিভিন্ন অপরাধে ১৩ জনকে ১১ হাজার ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে এদিন রাত ৮ টায় কোরোনার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলার পৌর শহরসহ বিভিন্ন হাট-বাজারে ১৩ টি মামলায় এ জরিমানা করা হয়। মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা এবং ড্রাগ লাইন্সেস না থাকার অপরাধে ঔষধ আইনে ১৮৪০ এর ২৭ ধারায় ৭ জনকে ৯,৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সরকারি আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জনকে ২২শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
এ সময় জেলা ঔষধ তত্বাবধায়ক প্রশাসন জাহিদুল ইসলাম, ভূমি অফিসের অফিস সহকারি সোয়েব হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.