রাণীশংকৈলে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বড় পশুর  হাট কাতিহারে আজ শনিবার (০২ জানুয়ারী)অতিরিক্ত টোল আদায় এবং সেবার মূল্য তালিকা না থাকার অপরাধে হাট ইজারাদার গোলাম আযমকে (৪০ হাজার টাকা) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিন দুপুরে রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা সরেজমিনে হাটে গিয়ে সত্যতা পাওয়ায় এ জরিমানা করেন। এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা গেছে, কাতিহার পশুর হাটে সেবার জন্য মূল্য তালিকা না থাকায় এবং সরকারি টোল আদায়ের হার অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে ৩২০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকার পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায়ের প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় হাট ইজাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত টোল আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.