রাণীশংকৈলে গাঁজাসহ আটক-৩

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাণীশংকৈল পৌরসভার রংপুরিয়া মার্কেট সংলগ্ন কুখ্যাত মাদক কারবারি ভোলার বাড়ি হইতে মঙ্গলবার (৪ এপ্রিল) আনুমানিক বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ৩ যুবককে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, উপজেলার ভান্ডার গ্রামের আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫), জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান (৩৫), আবু তাহেরের ছেলে মানিক (২৬)।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, পৌরশহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে ৩ যুবককে গাঁজাসহ আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর এক নম্বর সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.