রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী, করোনায় আক্রান্ত

কলকাতা প্রতিনিধি: রাজ্যের শাসক দলে একের পর এক নেতা মন্ত্রী আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রে জানা যাচ্ছে গতকাল থেকেই জ্বর ছিল মন্ত্রীর এরপর বৃহস্পতিবার তাঁর কোভিড টেষ্ট হয়। গত কাল রাত্রে শুভেন্দু বাবুর করোনা টেষ্ট রিপোর্ট পজিটিভ আসে। খুব সামান্য হলেও করোনা উপসর্গ আছে মন্ত্রীর।
রিপোর্ট পাওয়ার পর থেকেই তিনি বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন। শুভেন্দু বাবুর বাবা তথা কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারিকে ফোন করে খোঁজ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত রাজ্যের শাসক দল তৃণমূলের বেশকিছু নেতা, মন্ত্রী এই কয়েকমাসে করোনায় আক্রান্ত হয়েছেন। শুভেন্দু বাবুর আগে করোনায় আক্রান্ত হয়েছেন  রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সুজিত বসু এছাড়াও কয়েকজন বিধায়কও আক্রান্ত হয়েছিলেন তবে সকলেই সুস্থ হয়ে উঠেছেন এবং বস্তুত করোনাকে জয় করে তাঁরা আবার কাজে যোগ দিয়েছেন।

অন্যদিকে শুভেন্দু বাবুর মা গায়েত্রী দেবীর কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়। এখনও তিনি সম্পূর্ণ সুস্থ হননি। মূলত এই কারণেই উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুরের কাঁথির অধিকারী পরিবার। যদিও ঝুঁকি এড়াতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গায়েত্রী দেবী কে এবং সেখানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

মন্ত্রীর সংস্পর্শে আসা প্রত্যেককে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করার আবেদন করা হয়েছে শুভেন্দু বাবুর পরিবারের তরফ থেকে।

এখবর প্রকাশ্যে আসতেই দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাতে থাকেন শুভেন্দু বাবুর অগুনিত ভক্ত সমর্থক সহ রাজ্যের অসংখ্য মানুষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

Comments are closed, but trackbacks and pingbacks are open.