রাজশাহী-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ আপিল শুনানি শেষে তাকে বৈধ ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল হুদার আবেদনের শুনানির মাধ্যমে কমিশন এ কার্যক্রম শুরু করে। ১৪১ নম্বর সিরিয়ালে তার শুনানি হলে  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এসময় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করেন।

উল্লেখ্য, রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১২ জন । যাচাই-বাছাই শেষে এদের মধ্যে ব্যারিস্টার আমিনুলসহ আটজনের প্রার্থীতা বাতিল করে জেলা রিটানিং অফিসার। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার আমিনুল হক।

বর্তমানে এই আসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচ প্রার্থী।  তারা হলেন, আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক, তার স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ্ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.