প্রথম দিনে আপিল শুনানিতে বৈধতা পেলেন ৮১ প্রার্থী

ঢাকা প্রতিনিধিআজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলা শুনানিতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রথম ১৬০টি আপিল আবেদনের মধ্যে ৮১টিকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। ২টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। বাকি ৭৭টি আবেদন খারিজ করে দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে শুনানির কার্যক্রম পরিচালিত হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.