রাজশাহী সীমান্ত হতে মালিকবিহীন ভারতীয় ফেনসিডিল আটক করেছে বিজিবি

বিজিবি প্রতিবেদক: আজ শুক্রবার (১০ জানুয়ারী) ২০২০ তারিখ রাত আনুমানিক ০১.১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ ইউসুফপুর বিওপি’র হাবিলদার মোঃ সিদ্দিকুর রহমান এর সাথে ০৪ জনের একটি নিয়মিত টহল দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন জাহাঙ্গীরের বাতান নামক এলাকায় টহল পরিচালনা করে ২২০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০১ টি প্লাস্টিক বস্তা আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৮,০১০/-(আটাশি হাজার দশ) টাকা।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।

আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

বার্তা প্রেরকঃ ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি, অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.