নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ জানুয়ারি) গভীর রাত ও ভোরে পরিচালিত এসব অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠে দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মা নদীর চরে অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এ সময় ঝাউগাছের ঝোপের ভেতর লুকানো পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৯ বোতল, জেবিস্ক্যান সিরাপ ৬ বোতল, মনোগোল্ড সিরাপ ৩ বোতল, টাসকোরেক্স সিরাপ ১ বোতল এবং ব্রংকোফি-সি সিরাপ ৫ বোতল জব্দ করা হয়। তবে সোনাইকান্দি বিওপি ও চারঘাট বিকল্প বিওপি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত এসব মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
অপরদিকে, একই দিন ভোর সাড়ে ৩টার দিকে চারঘাট থানাধীন চন্দনশহর এলাকায় অভিযান চালায় চারঘাট বিকল্প বিওপি’র একটি আভিযানিক দল। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৭ বোতল ভারতীয় মদ ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এসব মালামাল চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের পাশাপাশি পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















