রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৫৭ জন ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি প্রতিবেদকগত ২৪ ঘন্টায় (০৬/০৮/২০১৯ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৭ জন, রাজপাড়া থানা-১১ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালি থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১০ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে।

যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আকাশ (১৯) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে, (২) মোঃ জনি (৩০) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ জামাল (৩৬) কে ০৬ পিস ইয়াবাসহ আটক করে, (২) মোঃ মাইনুল ইসলাম (৩৫) কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে।

কাটাখালি থানা পুলিশ (১) মোঃ তোজাম্মেল হক (৪০) কে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ স¤্রাট (২৫) কে ০৭ পিস ইয়াবাসহ আটক করে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ মহব্বত (৩৫) কে ১০ লিটার মদ ও একটি বাই সাইকেলসহ আটক করে, (২) মোঃ মিন্টু শেখ (৩৫), (৩) মোঃ গাজলু (৩৬) দ্বয়কে ০৬ গ্রাম হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ আটক করে।

দামকুড়া থানা পুলিশ (১) মোঃ হানিফ (৩৫), (২) মোঃ সবুর উদ্দীন খান (৪৫) কে ১০ লিটার মদসহ আটক করে। ডিবি পুলিশ (১) মোঃ রাকিবুল ইসলাম (২৩) কে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে, (২) মোঃ তরিকুল ইসলাম (৩২) কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.