রাজশাহী মহানগরীর দাশপুকুরে জোড়া খুনের ঘটনায় ১২ আসামী গ্রেফতার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ১২ আসামীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো: নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন, সম্রাট।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২১ বেলা ১২.৪৫ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুন হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই অভিযোগ দায়ের করলে রাজপাড়া থানায় দুইটি হত্যার মামলা রুজু হয়।
মামলা রুজুর পরপরই রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সাজিদ হোসেনের দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোতালেব হোসেন ও তার টিম ঘটনাস্থলের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে  বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে উভয় মামলার মোট ১২ জন আসামীকে গ্রেফতার করে।
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.