রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-২

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্র-সহ দুই জনকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ।
গ্রেফতারকৃরা হলো, মো: সোনারুল (৩৮) ও মো: সাইদুর রহমান (৪২)। সোনারুল রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানার পবা নতুনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ও সাইদুর রহমান একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ জুলাই) ২০২২ সন্ধ্যা ৭টায় শাহ্‌মখদুম থানার অফিসার ইনচার্জ জনাব মো: মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে কতিপয় ব্যক্তি অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে।
উক্তসংবাদের পরিপেক্ষিতে থানা পুলিশের ঐ টিম পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সোনারুল ও সাইদুরকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে একটি লোহার তৈরি তলোয়ার, দুইটি রামদা ও দুইটি জিআই পাইপ উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মোঃ রফিকুল আলমঅতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.