বশেমুরবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (বশেমুরবিপ্রবি)  ’এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বশেমুরবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪৭ জন অংশগ্রহণ করেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৫.৪৬ শতাংশ। গুচ্ছ ভর্তি পরীক্ষার বশেমুরবিপ্রবি ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. শাহজাহান এ তথ্য জানান।
এর আগে, শনিবার দুপুর ১২টা থেকে সারাদেশে একযোগে গুচ্ছের পরীক্ষা শুরু হয়।
গুচ্ছের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেথ্য, আগামী ১৩ আগস্ট বি ইউনিটভুক্ত মানবিক অনুষদ এবং ২০ আগস্ট সি ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.