রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগানে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক পারভেজ রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেছা তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.