রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবি, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান চলছে


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে বর-কনে সহ একটি নৌকা ডুবে যায়। পদ্মা নদীতে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে আজ শুক্রবার (০৬/০৩/২০২০ ইং) অনুমান বিকেল ৫.৩০ ঘটিকায়।

পদ্মানদীর চর খানপুর এলাকায় বিবাহ করে  শ্রীরামপুরে আসার সময় এই নৌকা ডুবির  ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, নৌকাটিতে প্রায় ৪০/৪৫ জন যাত্রী ছিল। নৌকাটি ডুবে যাওয়ার সময় অনেকেই সাঁতার কেটে পাড়ে উঠে। তবে বর ও কনে সহ প্রায় ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রৌউফ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পদ্মার চর খানপুর থেকে বিয়ের একটি নৌকা আসছিল। এই সময় যাত্রীসহ শ্রীরামপুর এলাকায় নৌকাটি ডুবে যায়। তবে অনেকেই সাঁতরে পাড়ে উঠে গেছেন।তবে নিখোঁজের ব্যাপারে তিনি কিছু জানাননি।

অবশিষ্ট কেউ নদীতে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল বিজিবি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও তিনি জানান।

স্থানীয় লোকজনের কাছে জানা যায় নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.