রাজশাহী বিভাগে আরও ৮৩ জনের দেহে করোনা শনাক্ত এযাবত আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৭ জন!

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগের আটটি জেলায় আরও ৮৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে বিভাগে এক হাজার ২৮৭ জনের দেহে করোনা শানাক্ত হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৭ জন। আজ শনিবার (৬ জুন) ২০২০ ইং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিভাগের ৬টি জেলায় এ পর্যন্ত করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে শতকরা মৃত্যুর হার ১ দশমিক ০৮ ভাগ। আর সুস্থ হয়েছেন ২৮০ জন। শতকরা হিসাবে সুস্থতার হার ২১ দশমিক ৭৫ ভাগ। তবে, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাব মতে এ পর্যন্ত রাজশাহীতে ৭৫, চাঁপাইনবাবগঞ্জে ৫৬, নওগাঁয় ১৪৬, নাটোরে ৬৪, জয়পুরহাটে ২০৫, বগুড়ায় ৫৬৯, সিরাজগঞ্জে ১০০ এবং পাবনায় ৭২ জন শনাক্ত হয়েছেন।

এর মধ্যে রাজশাহীতে ১৩, চাঁপাইনবাবগঞ্জে ১৩, নওগাঁয় ৯১, নাটোরে ১১, জয়পুরহাটে ৮০, বগুড়ায় ৫০, সিরাজগঞ্জে ১৪ এবং পাবনায় ৮ জন সুস্থ হয়েছেন। অপরদিকে রাজশাহীতে ৩, নওগাঁয় ২, নাটোরে ১, বগুড়ায় ৪ এবং পাবনা ও সিরাজগঞ্জে ১ জন করে মোট ১৪ জন মারা গেছেন।

এ ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ৩২১ জন করোনা রোগী। এর মধ্যে জয়পুরহাটে ১৮১ জন, বগুড়ায় ৯৭ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় ৩ জন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.