রাজশাহী বিভাগে আরও তিন জনের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১০৬ জন


স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে আরও তিনজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর ল্যাবে একজনের ও বগুড়ার ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০৬ জনে।

রাজশাহীর ল্যাবে ৮৫ জনের পরীক্ষা শেষে ৮৪ জনের নমুনা নেগেটিভ পাওয়া যায়। তবে একজনের নমুনা পজেটিভ পাওয়া যায়। ওই রোগীর বাড়ি দুর্গাপুরে। তিনি নারায়নগঞ্জ ফেরত।

অন্যদিকে বগুড়ার আরেকটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নওগাঁর ১৮৮ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার পাবনা ফেরত এক ব্যক্তি (৩৫) এবং জয়পুরহাটের কালাই উপজেলার নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তির (৪৫) করোনা পজিটিভ পাওয়া যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.