রাজশাহী বিভাগের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন রাসিক মেয়র

প্রেস বিজ্ঞপ্তি: মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সামনে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম রাজশাহীর নিয়মিত কার্যক্রম। পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়ে। রাজশাহীকে আরো পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবীর খোন্দকার।

বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের মাননীয় মেয়র‘র একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.