রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের উদ্বোধন

আরএমপি প্রতিবেদক: আজ রবিবার (০৭ ফেব্রুয়ারী) ২০২১ বেলা ১১.৩০ টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জনাব এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী রেঞ্জ ও আরএমপি’র উর্দ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ।
উল্লেখ্য যে, আজ বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে ৩৭ জন পুলিশ সদস্যকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.