কোভিট-১৯ : মোড়েলগঞ্জে টিকা গ্রহন করলেন ২৭৬ জন (ভিডিও)

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সারাদেশের ন্যায় মোড়েলগঞ্জেও প্রথম রাউন্ডে কোভিট-১৯ টিকা গ্রহনে রেজিষ্ট্রেশন করলেন ২৭৬ জন।
আজ রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত¡রে দুটি বুথে প্রথম দিনে রেজিষ্ট্রেশনের আওতায় চিকিসক, নাস, পুলিশ, মুক্তিযোদ্ধাহর ২৭৬ রেজিষ্ট্রেশন করেন। টিকা গ্রহন করেন থানার এসআই আব্দুল কাদের, জাহাঙ্গীর হোসেন, কাজল রঞ্জন ঘোষ, মতিউর রহমান বলেন, এ টিকা গ্রহন করে স্বাভাবিকভাবে কর্মচাঞ্চল্য তাদের মধ্যে।
উপজেলা প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিকতার পরেই উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত ৭৬ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ টিকা গ্রহন করেছেন।
বাকিরা পর্যায়ক্রমে গ্রহন করবে। ২৮দিন পরে দ্বিতীয় রাউন্ডে টিকা তারা পাবেন। স্বতুঃফুর্তভাবে সকলে টিকা গ্রহন করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.