রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ জনাব ফরিদ উদ্দিন আহম্মেদ এর উপর হামলার ঘটনায় মামলা

আরএমপি প্রতিবেদক: গতকাল ইং-০২/১১/২০১৯ তারিখে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ জনাব ফরিদ উদ্দিন আহম্মেদ এর উপর হামলার ঘটনায় মহানগরীর চন্দ্রিমা থানায় ০৮ জন আসামীর নাম উল্লেখ করে এবং ৫০ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।

চন্দ্রিমা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ যৌথ ভাবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সনাক্তমতে ইং-০৩/১১/২০১৯ তারিখ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার মূল আসামী ১। মোঃ সোহেল রানা(২০), পিতা-আব্দুল মালেক, সাং-খাস কাউনিয়া পশ্চিমপাড়া, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ,

২। মোঃ আরিফুল ইসলাম @ আরিফ(২০), পিতা-মোঃ ফরিদ আলী, সাং-কলাবাড়ীয়া বোয়ালে চরপাড়া, থানা-নড়াগাছী, জেলা-নড়াইল, বর্তমান সাং-দয়রামপুর, সেনানিবাস এলাকা, থানা-বাগাদিপাড়া, জেলা-নাটোর, ৩। সাফি শাহারিয়ার(২৪), পিতা-মৃত আফসার আলী, সাং-কসোব খাজুরিয়াপাড়া, থানা-মান্দা, জেলা-নওগাঁ,

৪। বাঁধন রায়(১৯), পিতা-গোপাল রায়, সাং-ধোপাডাঙ্গা, থানা ও জেলা-নীলফামারী, ৫। রিপন আলী(২০), পিতা-রেজাউল করিম, সাং-আসাম কলোনী সিটি গ্যারেজের পিছনে, থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস  এর পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে  তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.