নিজস্ব প্রতিবেদক: নিরন্তর গণতন্ত্রের প্রতীক মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় রায়পাড়া (১৭ নং ওয়ার্ড পূর্ব) বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আসর রায়পাড়া (পূর্ব) বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে মরহুম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রশান্তি ও শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত থেকে দোয়া মাহফিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। তিনি মরহুম নেত্রীর অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত ও দেশের জনকল্যাণ কামনা করেন।
দোয়া মাহফিলে রাসিক ১৭ নং ওয়ার্ডের বিএনপি’র নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ বাসিন্দাগণও ব্যাপক উপস্থিতি ছিলেন এবং একযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কল্যাণ ও শান্তির প্রার্থনা করেন।
স্থানীয়রা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের দীর্ঘদিনের জনপ্রিয় ও আপোষহীন রাজনৈতিক নেত্রী। এ সময় নেতা-কর্মীরা তাঁর স্মৃতিচারণ করেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















