রাজশাহী নগরীর গণকপাড়ায় সেলুন পাঠাগার’২৩ তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার ২ মে ২০১৯ সকালে রাজশাহী নগরীর গণকপাড়ায় ডিসেন্ট হেয়ার ড্রেসারে পরীক্ষামূলক উদ্বোধন হলো সেলুন পাঠাগারের ২৩তম শাখার। কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহীর উদ্যোগে সেলুন পাঠাগারের উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা বিশিষ্ঠ ব্যবসায়ী আরাফাত রুবেল।

কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোক্তা সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্বের গবেষক ওয়ালী উর রহমান বাবু, সমাজসেবক ব্যাংকার মনোয়ার হোসেন,সাংস্কৃতিক কর্মী তামিম সিরাজী, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় কিশোর পাঠাগার কোষাধ্যক্ষ আব্দুল খলেক, ডিসেন্ট হেয়ার ড্রেসারের মালিক ও মহানগর সেলুন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর, মহানগর সেলুন শ্রমিক ইউনিয়নের কেষাধ্যক্ষ মোহম্মদ নাসিম, সাবেক নির্বাহী সদস্য আসলাম বেগ প্রমুখ।

সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী জানান, রাজশাহী মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৩শ পাঠাগার করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কারণ কর্মব্যস্থতার মধ্যে সবার গণগ্রন্থাগারে গিয়ে বইপড়ার সময় হচ্ছেনা। তাই হাতের কাছেই বইপড়ার ব্যবস্থা করতে চাই। তিনি আরো জানায় সেলুন ভিত্তিক পাঠাগার এটাই দেশের প্রথম, কারণ এর আগে কেউ একসাথে তিনশ সেলুন ভিত্তিক পাঠাগার করার উদ্যোগ নেইনি। কেন্দ্রীয় কিশোর পাঠাগারই প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন যা রাজশাহী মহানগরী থেকে কার্যক্রম শুরু হয়েছে।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.