রাজশাহী দূর্গাপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সাহাবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা এলাকা থেকে দূর্গাপুরের কুখ্যাত মাদক সম্রাট সাহাবুল ইসলাম (৫২) কে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে ধোপাঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসএম আবুল কাশেম আযাদ।
ওসি জানান, রাজশাহী দূর্গাপুর উপজেলার দেবিপুর গ্রামের কোলিমুদ্দিনের ছেলে কুখ্যত মাদক ব্যবসায়ী সাহাবুল ইসলাম (৫২) একজন শীর্ষ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে অভিযোগ রয়েছে। মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাহাবুল দূর্গাপুর থেকে পালিয়ে এসে মোহনপুর উপজেলার ধোপাঘাটা এলাকায় একটি বাড়িতে আত্বগোপনে ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস আই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি টিম মোহনপুর উপজেলার ধোপাঘাটা এলাকায় অভিযান চালায়।
এসময় ৫ বোতল ফেনসিডিলসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, দূর্গাপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায় দেবিপুর এলাকার কোলিমুদ্দিনের ছেলে সাহাবুল ইসলামের নাম আছে। সে এলাকার একজন কুখ্যত মাদক ব্যবসায়ী।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী জেলা পুলিশ সুপার বরাবর একাধিক অভিযোগ দিয়েছে। দীর্ঘদিন যাবত তার উপরে গোয়েন্দা নজর দারি ছিলো পুলিশের।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.