বাংলাদেশ লেডি বাইকারস এসোসিয়েশনের উদ্যোগ এ দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ।

ঢাকা প্রতিনিধি: রবিবার  বিকেলে সংগঠনটির উদ্যোগে  দুস্থ ও অসহায় প্রায় ৪০০ ব্যক্তিদের মাঝে ইফতার বিতরন করা হয়।
বিতরনের সহযোগী হিসেবে কাজ করে জাষ্ট অাড্ডা নামের একটি অনলাইন ভিত্তিক সংগঠন।
লেডি বাইকারস এসোসিয়েশনটি গত প্রায় এক বছর যাবৎ মেয়েদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর কাজ করে যাচ্ছে। মেয়েদের স্কুটি ট্রেনিং সহ কর্ম ক্ষেত্রে তাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য এই এসোসিয়েশনটি কাজ করে যাচ্ছে। রাস্তাঘাটে নারীরা যে সব অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় সে সকল ঘটনার সোচ্চার প্রতিবাদ জানাতে ও রুখে দাড়াতে এই সংগঠনটি সর্বদা নারীদের পাশে সক্রিয় প্রতীয়মান।
ইফতার বিতরন করা হয় বিজয় নগর, পল্টন, প্রেস ক্লাব ও সুপ্রিম কোর্ট মাজারের অাশপাশের এলাকায়।
ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অানিকা এম হাসান, মহাসচিব কনিকা শারমিন, উপদেষ্টা এম হাসান পরশ, হারুন উর-রশিদ খান, সাবিহা হাসান চৈতী, অসীম অাহমেদ সহ সংগঠনের সদস্যরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.