রাজশাহী দুর্গাপুরে আওয়ামী লীগের নজরুল বিজয়ী

নিজস্ব প্রতিবেদকরাজশাহীতে নির্বাচনে দুর্গাপুর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মজিদ সরদারের চেয়ে ৬ হাজার ৭২০ ভোট বেশি পেয়েছেন।

৫৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে নৌকা প্রতীকে নজরুল ইসলাম পেয়েছেন ৩৫ হাজার ৩১১ এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সরদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৯১ ভোট।

এর আগে আজ সকাল ৮টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মজিদের পোলিং এজেন্টকে কয়েকটি কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নৌকা প্রার্থীর এক সমর্থককে আটক করা হয়।

আব্দুল মজিদের অভিযোগ, উপজেলার পাঁচুবাড়ি, দেবিপুর, পানানগরসহ ৫টি কেন্দ্রে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি নৌকার প্রার্থী নজরুলের কর্মী-সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী মজিদের সমর্থকদের বাধা দেওয়ার সময় নৌকার সমর্থক বাদলকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর ওই কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আটকের বিষয়টি স্বীকার করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বিটিসি নিউজকে বলেন, বাদলকে থানা হাজতে রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.