নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি: ‘বিদ্যা অর্জন করলেই বিদ্বান হওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান। আজ রোববার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০১৮-১৯ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিসি আরও বলেন, বর্তমান সময়ের মানুষ স্বার্থপরতার সংস্কৃতি চর্চা শুরু করেছে। সেই স্বার্থপরতা থেকে বের হয়ে তোমাদের দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। এ জন্য ভাল ছাত্র হওয়ার আগে ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নবীন বরণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. এম এ বারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, ইমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক প্রমুখ। এছাড়া নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ফাইন্যান্স বিভাগের খন্দকার অভিষেক ইবনে শামস এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ইসরাত জাহান।

এসময় অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকারসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর ধর্মগ্রন্থ থেকে পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.