রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকাল ১০ টায় শিল্পকলা একাডেমীতে বাংলাদেশের আধুনিক সাংস্কৃতিক আন্দোলনের প্রথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে আজ শুকবার (০৫ জুলাই) জেলা প্রশানের পক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লা এনডিসি ,জেলা প্রশাসক আব্দুল জলিল শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরে ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম, পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ ইফতে খাযের আলম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মুক্তিযুদ্ধ, লিখাপড়া, খেলোয়াড়ী জীবনের স্মৃতি চারন করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম, পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ ইফতে খাযের আলম, রাজশাহী ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওলিউল রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ আলী কামালসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.