রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রাজশাহী জেলা পুলিশগত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩৫ জন। গোদাগাড়ী থানায় থানায় ২৩০ পিচ ইয়াবাসহ ১) মোঃ সোনারুল ইসলাম(৪৫), পিতা-মৃত তাহাসেন, সাং-চাপাল ও ২) মোঃ মিলন(৩৫), পিতা-মৃত সালাম, সাং-মহিষালবাড়ি, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার সহ থানায় মোট গ্রেফতার ০৭ জন। তানোর থানায় মোট গ্রেফতার ০৫ জন।

মোহনপুর  থানায় মোট গ্রেফতার ০২ জন। পুঠিয়া থানায় মোট গ্রেফতার ০৪ জন। বাগমারা থানায় থানায় ১০ পিচ ইয়াবাসহ ১) মোঃ আরিফুল ইসলাম রাকিব(১৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম, পালক পিতা-মোঃ নুর ইসলাম জালাল, সাং-নন্দীগ্রাম(নিমগাছি), থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া বর্তমান সাং-যাত্রাগাছি(লাড়ুপাড়া), থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার সহ থানায় মোট গ্রেফতার ০৪ জন।

দূর্গাপুর থানায় মোট গ্রেফতার ০৪ জন। চারঘাট থানায় মোট গ্রেফতার ০৪ জন। বাঘা থানায় ১০ লিটার চোলাইমদসহ মোঃ কামরুল হাসান(৩৮), পিতা-মৃত গ্যাদা খাঁ,, সাং-পলাশি ফতেপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৫ জন। জেলা গোয়েন্দা শাখা, রাজশাহী কর্তৃক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.