রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-২৭ জন ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় (২৮-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৬ জন ও বাঘা ০৯ জনকে আটক করে।
যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি বিমলা (৫৫) ও ২নং শ্রীমতি বাসতি রানী (৩৫) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ শফিকুল ইসলাম কালু (৩৩) কে ১২লিটার চোলাইমদ ও ২নং মোঃ সোহেল রানা (৩৪) কে ১৫বোতল ফেন্সিডিলসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আবুল হোসেন আব্দুল(৪৫) কে ১৫পিচ ইায়াবাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আসাদুল ইসলাম (৩৭) কে ৭০বোতল ফেন্সিডিল, ২নং মোঃ হাসেম রানা (৪২)কে ১০০বোতল ফেন্সিডিল, ৩নং মোঃ মুন্না (২৫) ও ৪নং মোঃ রিংকু আলী (২৮)কে ২০কেজি গাঁজাসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ খোসবর আলী (৪৫) কে ০১কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.