রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩

 

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৪৩ জন। গোদাগাড়ী থানায় ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১।মো. সাহাবুদ্দিন আহম্মেদ(২৫), পিতা-মৃত এনামুল হক, সাং রেলবাজার, ২। আহসান হাবীব রাব্বি(২২), পিতা-মতিয়ার রহমান, সাং মহিষালবাড়ী, উভয় থানা-গোদাগাড়ী গ্রেফতারসহ গোদাগাড়ী থানায় মোট গ্রেফতার ০৪ জন। তানোর থানায় মোট গ্রেফতার ০৬ জন ।

মোহনপুর থানায় ০৫ বোতল ফেনসিডিলসহ মো. মাসুদ রানা(৩৬)পিতা-মো. রফাতুল্লাহ, সাং হরিফলা, থানা-মোহনপুর, ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা(২৮), পিতা-মৃত ইনছান আলী, সাং একবারপুর, থানা-মোহনপুর, ২০ গ্রাম গাজাসহ মো. ময়েজ উদ্দিন(৬২), পিতা-মৃত রহমতুল্লাহ, সাং ধোরসা সর্দারপাড়া, থানা-মোহনপুর গ্রেফতারসহ মোহনপুর থানায় মোট গ্রেফতার ০৬ জন । পুঠিয়া থানায় মোট গ্রেফতার ০৩ জন।

বাগমারা থানায় ৬০ গ্রাম গাজাসহ ১। মো. আইয়ুব আলী(৪২), পিতা-মৃত ইসমাইল, সাং চকসেউজবাড়ী, ২। মো. আ. খালেক(৩০), পিতা-মো. ইসহাক, সাং বুদপাড়া, ৩। জুয়েল রানা(২৫), পিতা-মো. জসিম উদ্দিন, সাং যাত্রাগাছী, সর্ব থানা-বাগমারা গ্রেফতারসহ বাগমারা থানায় মোট গ্রেফতার ০৫ জন। দূর্গাপুর থানায় মোট গ্রেফতার ০৫ জন।

চারঘাট থানায় মোট গ্রেফতার ০৯ জন। বাঘা থানায় মোট গ্রেফতার ০৫ জন । (প্রেস বিজ্ঞপ্তি) #

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.