রাজশাহী জেলা আওয়ামীলীগের গ্রেনেড হামলা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: আগস্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস পালন করেছে রাজশাহী জেলা অওয়ামীলীগ। কর্মসূচির মধ্যে ছিলো, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন। আজ শনিবার নগরীর একটি রেস্তরায় মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুলওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিআমানুল হক দুদু, এড. ইব্রাহিম হোসেন, এস এম এশরামুল হক, এড. শরিফুল ইসলাম, জকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, পবা- মোহনপুর অসনের এমপি আয়েন উদ্দিন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এড. আব্দুসসামাদ মোল্লা, আলফোররহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য মর্জিনা পারভীন, সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুস সালাম, চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাসসহ প্রমুখ।
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা বসে থাকেনি। ২০০৪ সালে জামাত বিএনপির আমলে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপিত শেখ হাসিনাকে হত্যা করার একমাত্র লক্ষ্য ছিল। কিন্ত আইভি রহমানসহ ২৪জন নিহত হলেও প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.