রাজশাহী কলেজ কর্মচারীদের পাঁচ দিনের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে কর্মচারীদের ইধংরপ ওঈঞ ভড়ৎ ঈড়ষষবমব ঝঃধভভ শীর্ষক ইন-হাউজ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর অর্থায়নে এবং আইডিজি সাব-প্রজেক্টের পরিচালনাধীনে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণটি ৬ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্টিত হয়।
এই প্রশিক্ষনে রাজশাহী কলেজের বিভিন্ন পর্যায়ের ২২ জন কর্মচারী (সরকারি ও সহায়ক) অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইডিজি টিমের সদস্য-১ ড. মোঃ রেজাউল করিম। এছাড়া ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইডিজি টিমের সদস্য-২ ড. সুশান্ত রায় চৌধুরী প্রশিক্ষণ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বুধবার (১৫ মার্চ) পাঁচ দিনের ইন-হাউজ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। এরপর তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের মাঝে সনদ বিতরণ করেন।
কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.