BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতানে অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১১টায় টহল দলটি চোরাকারবারিদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।

রাজশাহী অঞ্চলে মাদকের চোরাচালান বেড়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এবং আইন-শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং খিদিরপুর বিওপি একাধিকবার ভারতীয় ফেনসিডিল ও মদ আটকের ঘটনা ঘটিয়েছে।

আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি জানিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার প্রদান রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুর পৌর বিএনপির আলোচনা সভা ও শোভাযাত্রা বাংলাদেশ যুবরা জয়ী ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর বাড়িতে ককটেল, শ্বশুর বাড়িতে বিষ্ফোরণ সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে – দুলু বাগমারায় বিএনপি নেতার ৩টি পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি