রাজশাহীর বালুঘাট থেকে আটটি হাতবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর একটি বালুঘাট থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর উপকণ্ঠ শ্যামপুর এলাকার একটি বালুঘাট থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যাগে বোমাগুলো রাখা ছিল।

কাটাখালি থানা পুলিশ জানায়, অস্ত্র মজুদ করা হয়েছে- এমন খবরের ভিত্তিতে শ্যামপুর বালুঘাটে অভিযান চালানো হয়। এসময় বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় আটটি হাতবোমা পাওয়া যায়। তবে কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ আটকও হয়নি।

পুলিশ জানায়, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সূত্র জানায়, গত ২৯ এপ্রিল দিবাগত রাতে ওই বালুঘাটে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে অভিযান চালিয়ে অবিস্ফোরিত দুটি হাতবোমা উদ্ধার করে। তবে সেদিনও কেউ হয়নি। ওই বালু ঘাটটির দখল নিয়ে বর্তমানে বিবদমান দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.