রাজশাহী’র পবায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে আটক চোর

পবা (রাজশাহী) প্রতিনিধি: পবায় মোটর সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে চোর। আজ মঙ্গলবার (৩০ জুন) পবা উপজেলার বড়গাছী বড়গাছী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ মজিদ দেওয়ানের জামাই মোঃ সোহাগ আলীর ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করতে গিয়ে এক চোরকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনসাধারন।

আটককৃত চোরের দেওয়া জবানবন্দি অনুযায়ী জানা যায় যে, চোরের নাম মোঃ আঃ লতিফ, পিতাঃ মোঃ ওকিমুদ্দিন। সে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার বাসিন্দা।

বর্তমানে সে রাজশাহীর হেতেম খাঁ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তার সহযোগী চোরের নাম মোঃ আঃ সামাদ। আঃ সামাদ রাজশাহীর ভদ্রা এলাকার বাসিন্দা।

আজ সকাল ১০.০০ ঘটিকায় সময় লতিফ ও তাঁর সহযোগী সামাদ চুরির উদ্দেশ্যে বড়গাছী বাজারে এসে উপস্থিত হয়। এক পর্যায়ে তারা সোহাগের মোটর সাইকেলের তালা ভাঙ্গতে সক্ষম হয়।

সামাদ মোটর সাইকেলের তালা ভেঙ্গে মোটর সাইকেলটি লতিফের হাতে তুলে দিয়ে সে কেটে পড়ে। লতিফ মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনসাধারন মোটর সাইকেলটি চিনতে পেরে লতিফকে হাতে নাতে আটক করে পবা থানা পুলিশকে খবর দেয়।

পবা থানা পুলিশ এসে মোটর সাইকেলসহ লতিফকে থানায় নিয়ে যায়। বাকি সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পবা থানা সূত্রে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পবা (রাজশাহী) প্রতিনিধি মেরাজ মোল্লা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.