রাজশাহীর পদ্মায় ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে প্রান গেল এক জেলের

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পদ্মায় ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে প্রান গেল আবু তালেব মিঠু (৪৫) নামের এক জেলের।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
নিহত আবু তালেব মিঠু জেলার চারঘাট থানাধিন ইউসুফপুর কারীগর পাড়া গ্রামের মো. আবু বক্করের ছেলে।
এর আগে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ইউসুফপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে যায় মিঠু। ওই সময় নদীতে নেমে মাছ ধরার উদ্দেশ্যে ডুব দিয়ে নিখোঁজ হন তিনি।
প্রতিবেশী লিখন নামের এক ব্যক্তি জানায়, মাছ ধরে জিবিকা নির্বাহ করে মিঠু। প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার দুপুরে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে ডুব দিয়ে নিখোঁজ হন তিনি।
দির্ঘ সময় ধরে পানির উপরে উঠছে না দেখে তার সাথের লোকজন নদীতে খুঁজতে শুরু করে। পরে চারঘাট থানায় খবর দেয় তারা। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে গতকাল শুক্রবার সন্ধায় উদ্ধার অভিযান নামে ডুবুরিরা। অবশেষে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় পদ্মা নদী থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়।
জানতে চাইলে চারঘাট থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নদীতে ডুব দিয়ে নিখোঁজ জেলে মিঠিুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আজ শনিবার সকালে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.