নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নগরীর পদ্মার তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৭টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার শ্রীরামপুর এলাকার একটি কলাবাগানে অভিযান চালায় বিজিবি (১ বিজিবি) মাজারদিয়া বিওপির সদস্যরা।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সথে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী ও আশপাশের এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান জোরদার করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















