BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান হৃদয়ের নেতৃত্বে ভোরে মোটর সাইকেল শোডাউন করেছে নেতা কর্মীরা। পলাতক শেখ হাসিনার ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দুর্গাপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় মিছিলটির নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলা সদরের হাট মাঠে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সমবেত হন। পরে সেখান থেকে পৌনে ৬টার দিকে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অর্ধশতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, দলীয় স্লোগান ও পতাকা নিয়ে নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সফল করতে এমন প্রদর্শনীমূলক কর্মসূচিতে জনসাধারণের মধ্যে ভীতিকর ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, অনুমতি ছাড়া এমন শোডাউন হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসনের ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ রয়েছে। অন্য রাজনৈতিক নেতাদের অভিযোগ প্রশাসনের নীরবতা ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের এমন শোডাউন সম্ভব নয়।

স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিরোধী দলের সাধারণ কর্মসূচিতেই যেখানে বাধা দেওয়া হয়, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীদের এমন শোডাউন প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ প্রমাণ করে।” মিছিলের নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়সহ বাকিদের অতিবিলম্ব গ্রেপ্তারের দাবি জানান তারা। তবে ঘটনার পর থেকেই ছাত্রলীগ নেতা হৃদয় আত্মগোপনে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে দুর্গাপুর থানার অভিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের দুর্গাপুরে মিছিল বা মোটরসাইকেল শোডাউন হয়েছে কিনা আমার জানা নেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. জয়নাল আবেদিন জয়, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?