রাজশাহীর তানোরে পুলিশ কন্সটোবলের  স্ত্রী আত্নহত্যা…!!!

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর থানার মুনশি’র দায়িত্বরত (কনেষ্ট্রবল) এরশাদ আলীর স্ত্রী মাহাফুজা আকতা পলি (৩২) আত্মহত্যা করেছে। দিবাগত রাতে তানোরের ভাড়া বাড়ির নিজ ঘরে গলায় উড়না দিয়ে গ্রীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানা যায়।

জানা গেছে, এরশাদ আলীর স্ত্রী দীর্ঘ দিন থেকে মানসিক রোগী ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে। ছোট মেয়েকে নিয়ে রাতে আলাদা ঘরে ঘুমাতো পলি। আর বড় মেয়েকে নিয়ে এরশাদ অন্য ঘরে ঘুমাতো।

গতকাল শুক্রবার সকালে এরশাদ আলী তার স্ত্রীর ঘরে তাকে ডাকতে গিয়ে দেখেন তার স্ত্রী গলায় উড়না পেচিয়ে গ্রীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

নিহত পলি’র পিতার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তারা তানোর পৌর এলাকার তানোর গ্রামের হাজী কছিম উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতো।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, পলির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তর জন্য। রিপোর্ট না আশা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন (ওসি)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.