রাজশাহীতে ২নারী টিকেট কালোবাজারি আটক..!!

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে ৫ম দিনের মতো অগ্রীম ফিরতি টিকেট বিক্রি চলছে। আজ বুধবার সকালে টিকিট কালোবাজারির অভিযোগে ২ নারীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, আজ বুধবার সকালে আগামি ২২ জুনের রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু ও ঈদ স্পেশাল ট্রেনের টিকেটে বিক্রি শুরু হয়। মধ্যরাত থেকে তারা দীর্ঘ লাইনে অপেক্ষার পরও হতাশ হতে হয় অনেক টিকেট প্রত্যাশীকে।

টিকিট কালোবাজারির অভিযোগে দুই নারীকে আটক করে র‌্যাব-৫। হাতেনাতে আটকের পর কালোবাজারির অভিযোগে ২ নারীকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ঈদের ট্রেনের টিকিট নিয়ে রাজশাহী রেল স্টেশনের কালোবাজিরির অভিযোগে গত তিনদিনে ১৬ জনকে জেল জরিমানা প্রদান করেছে ভ্রামম্যাণ আদালত। এসময় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা ও জেল জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার ছয়জন, গত রোববার চারজন ও শনিবার দুই নারীসহ ছয়জনকে জরিমানা ও সাজা দেয়া হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.