রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৫

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ও পলিকেটনিক ইনস্টিটিউট কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পক্সি দিতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো বগুড়া শান্তহার এলাকার সেলিম শেখের মেয়ে রাবি শিক্ষার্থী তুসমির শেখ, বগুড়া সোনাতলা নুরান এলাকার জাহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার সাবেকলা ভাঙ্গা গ্রামের আবু বক্কারের ছেলে সারোয়ার জাহান ও রাজশাহী মোহনপুর থানার বাটোপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে আলমগীর হোসেন।

পুলিশ জানায়, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন ও জালিয়াতি চক্রকে আটকের ব্যাপারে অভিযানে নামেন। অভিযানকালে রাজশাহী সিটি কলেজের পরীক্ষা কেন্দ্রে অন্য এক প্রার্থীর হয়ে পরীক্ষা দেয়ার সময় তুসমিরকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী এই চক্রের মুলহোতা সারোয়ার জাহান সহ অন্যদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে পলিকেটনিক ইনস্টিটিউট কেন্দ্রে পক্সি দিতে এসে একজন আটক হয়েছে। আটককৃত ও প্রতারক কে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.