রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে অবৈধ অস্ত্র-ম্যাগজিন ও গুলি উদ্ধার’ শীর্ষ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে অবৈধ অস্ত্র-ম্যাগজিন ও গুলি উদ্ধারসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শীর্ষ অস্ত্র ব্যাবসায়ী হলো, মো. লালন (৩৯), পিতা- মোঃ আবুল কালাম, সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। গতকাল সোমবার (৩১শে আগস্ট) রাত ৯ টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালের দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, অভিযানে গ্রেফতারকৃত লালনের কাছ থেকে যথাক্রমে, (ক) ০১ টি বিদেশী পিস্তল, (খ) ০১ টি ওয়ান শুটারগান, (গ) ০১ টি ম্যাগজিন, (ঘ) ০৩ রাউন্ড গুলি, (ঙ) মোবাইল সেট, উদ্ধার করা হয়েছে।
আসামী লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানিয়েছে, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, অস্ত্র বিরোধী অভিযানটি পরিচালনা করে অবৈধ অস্ত্র-ম্যাগজিন ও গুলি উদ্ধারসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ২০২০ ইং সন্ধা দুপুর ১২টা ৩৭ মিনিটের দিকে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.