রাজশাহীতে মাস্ক বিতরণ করল জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে মাস্ক বিতরণ করেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
আজ রবিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নগরীর ষষ্টিতলা, নিউ মার্কেট, হকার্স মার্কেট, গোরহাঙ্গা এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে জনসাধাণের প্রতি আহবান জানানো হয়।
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণকালে অন্যান্যের মাঝে সংগঠনের সদস্য মো. শরিফ উদ্দীন, রাকিবুল হাসান শুভ, সাগর নোমানি, আদিল হোসেন, আরিফুল ইসলাম, ফেরদৌস আলম রাসেল, খালেকুল আলম পল্টু, মোদাসসারুল হক মমিন, শফিকুল আলম, শামিউল ইসলাম শামু উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত। পৃথিবীতে স্বাভাবিক জীবন যাপনের স্বার্থে সবাইকে সুস্থ থাকতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই এ ভাইরাস প্রতিরোধ করা উচিত। সেটির জন্যই হতে হবে সচেতন।” এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান দেশের স্বনামধন্য রাজনৈতিক পরিবারের এ সন্তান।
বার্তা প্রেরক: আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.