রাজশাহীতে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালন


সংবাদ বিজ্ঞপ্তি: “সরকার ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ : মানব পাচার প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে“বিশ্ব মানবপাচার বিরোধী দিবস“-২০১৯ উদযাপন করা হয়।

এ উপলক্ষে র‌্যালী, মানব বন্ধন, আলোচনা ও গম্ভীরার আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা সচেতন ও ইংল্যান্ড ভিত্তিক আর্ন্তজাতিক সংস্থা জাস্টিস এন্ড কেয়ার,বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি পালনে করে।

এ উপলক্ষে পিএন উচ্চ বালিকা বিদ্যায়য়ের সামনে থেকে র‌্যালী বের হয়। জিরো পয়েন্টে মানববন্ধন এর আয়োজন করা হয়। পরে বড়কুঠি বালুর ঘাট মঞ্চে আলোচনা সভা ও গম্ভীরার আয়োজন করা হয়।

অনুষ্ঠনে পরিবর্তন, এসিডি, ব্লাস্ট, ওয়াল্ডভিশন, বিএনডব্লিএলএ সহ বিভিন্ন সংস্থা অংশগ্রহন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সচেতনের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ-উন-নবী, জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোজেক্ট অফিসার হাসিবুল হাসান পল্লব, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন।

তারা সকলে পাচার প্রতিরোধে সমন্বিতউদ্যোগ এর মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার প্রতি আহবান জানান । তারা মানবপাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সংবাদ প্রেরক রাশেদ রিপন, পরিচালক পরিবর্তন । #

Comments are closed, but trackbacks and pingbacks are open.