BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিদ্যুতের অস্বাভাবিক বিল বাতিলসহ নানা দাবীতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন সমাবেশ

রাজশাহীতে বিদ্যুতের অস্বাভাবিক বিল বাতিলসহ নানা দাবীতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চলছে নানা ধরনের অনিয়ম। চলছে প্রয়োজনীয় উড়াল সড়ক নির্মাণ। প্রয়োজনের তুলনায় অনেক গাছ কর্তন করা হয়েছে। এসকল নানা অভিযোগ বিভিন্ন দাবীতে শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক বিল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, রাজশাহীতে যানজট দুরসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিৎ করা,হাসপাতাল সমুহে চিকিৎিসা সেবা নিশ্চৎ করা, প্রাইভেট কোচিং বাণিজ্য ও সরকারী দপ্তর সমুহে নিয়োগ বাণিজ্য বন্ধ ও সিটি ককর্পোরেশন ট্রেড লাইসেন্স, হোল্ডি প্যাক্স কমিয়ে সকল ওয়ার্ডে নাগরিক অধিকার নিশ্চিৎ করা ও শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন ও বিদ্যুৎ বিভাগের পুকুর চুরি বন্ধ করাসহ আটত্রিশ দফা দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও বর্তমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা ভয়াবহ রূপ নিয়েছে। নেসকোর প্রিপেইড মিটারের অস্বাভাবিক ও ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। শুধু প্রিপেইড নয় পোস্ট পেইডেও একই অবস্থা। বিদ্যুৎ বিভাগ থেকে ভুতুরে বিল করছে প্রতি মাসে। এ নিয়ে দিনের পর দিন নেসকো অফিসের ঘুরলেও কোন কাজ হচ্ছেনা বলে জানান। সেইসাথে বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরো বলেন, প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধান করতে হবে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সহজ ও কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। কোচিং সেন্টারগুলোর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে শিক্ষাব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করতে হবে এবং রোগীদের ভোগান্তি নিরসনে জরুরি পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, অপরিকল্পিত উন্নয়ন, ফুটপাত দখল এবং বেআইনি পার্কিং শহরের চলাচল কঠিন করে তুলেছে। রাজশাহীতে চুরি-ছিনতাইও বৃদ্ধি পেয়েছে, তাই পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান বক্তারা। তারা আরো বলেন, প্রায় প্রতিদিন শহরের বিভিন্ন স্থান থেকে অটোরিক্সা, রিক্সা চুরি হচ্ছে। অল্প কয়েক দিনের মধ্যেই লক্ষ্মীপুর বাকীর মোড় হার্ট ফাইন্ডেশন রোড হতে ছয়টি অটো রিক্সা চোখের পলকে চুরি হয়েছে। এজন্য তারা পুলিশের টহল বাড়ানোর দাবী জানান তারা।

তারা বলেন, নাগরিক স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার না পেলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিকটির আহ্বায়ক এডভোকেট এনামুল হক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র কমিটির উপদেষ্টা ড. অসীম হোসেন, মাওলানা ভাসানী পরিষদ রাজশাহীর সভাপতি জালাল উদ্দিন, অত্র কমিটির প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব , যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ফ্লাওয়ার, নুরুল হক, শফিকুল আলম সমাপ্ত, নদী বাঁচাও আন্দোলন রাজশাহী সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী বার সমিমির সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক কামরান হাফিজ ইয়ামিন,ব্যবসায়ী ঐক্য পরিষদেও সহ-সভাপতি শফিকুর রহমান রিপন, রাসিক সাবেক কাউন্সিলর নাসিরা বেগম, নিরাপাদ সড়ক চাই কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিুট, সার ডিলার এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু। এছাড়াও বিএডিসি এসোসিয়েশন এর সভাপতি শরিফ উদ্দিন মুন্সি, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি বোয়ালিয়া থানার আহ্বায়ক রানা, সাধারণ সম্পাদক তোতা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতিনিধি ঈশিতা, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি রাজপাড়া থানার সাধারণ সম্পাদক রিপন, শাহ মখদুম থানার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মতিহার থানার সাধারণ সম্পাদক মফিজুর রহমান বঙ্গ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু